Logo

কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২৩ সেপ্টেম্বর ‘বিনিয়োগ ব্যবস্থাপনা’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গুণগত মানসম্পন্ন বিনিয়োগ নির্বাচন, কার্যকর মনিটরিং এবং অনাদায়ী ও খেলাপি বিনিয়োগ আদায় নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সুনাম অক্ষুণ্ন রাখতে কর্মকর্তাদের অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে তা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে।’

কর্মশালার সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী। এতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকীসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং বিভিন্ন শাখার ৫০ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন।

৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন, গ্রাহক সেবা জোরদার করা এবং শরীয়াহ্ নীতির আলোকে টেকসই ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর