Logo

কর্পোরেট

আইএফআইসি ব্যাংক ও পিৎজা হাটের মধ্যে সমঝোতা স্মারক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫

আইএফআইসি ব্যাংক ও পিৎজা হাটের মধ্যে সমঝোতা স্মারক

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর ) ২০২৫ আইএফআইসি ব্যাংক ও পিৎজা হাট এর কর্মকর্তাগণ এর উপস্থিতিতে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এই সমঝোতার ভিত্তিতে এখন থেকে আইএফআইসি ব্যাংকের যেকোন নতুন কার্ডহোল্ডারগণ ইস্যুকৃত কার্ডের সাথে পিৎজা কুপন উপহার হিসেবে পাবেন।   

আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফারিহা হায়দার এবং পিৎজা হাট বাংলাদেশ এর পক্ষে স্বাক্ষর করেন পিৎজা হাট বাংলদেশের হেড অফ মার্কেটিং জনাব ফারহান হাদি। এখন থেকে, আইএফআইসি ব্যাংকের যেকোন নতুন ডেবিট/ক্রেডিট কার্ড গ্রাহক ইস্যুকৃত কার্ডের সাথে ২৯৯ টাকা মূল্যের পিৎজা কুপন উপহার হিসেবে পাবেন। প্রতিটি কুপন একবার ব্যবহারযোগ্য এবং ন্যূনতম ৫০০ টাকা মূল্যের কেনাকাটার ক্ষেত্রে এটি রিডিম করা যাবে। অফারটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর