Logo

কর্পোরেট

বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৮

বাংলাদেশ ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ নানা আয়োজনে উদযাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, শিক্ষক-শিক্ষার্থী ইন্টারেক্টিভ সেশন এবং জনসচেতনতামূলক কার্যক্রম।

এবারের আন্তর্জাতিক প্রতিপাদ্য ছিল— Think Health, Think Pharmacist। দিবস উদযাপনের লক্ষ্য ছিল জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে ফার্মাসিস্টদের ভূমিকা তুলে ধরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ ও নৈতিক ফার্মাসিস্টরা কেবল ওষুধ ব্যবস্থাপনাতেই সীমাবদ্ধ নন; তাঁরা স্বাস্থ্যনীতি প্রণয়ন, গবেষণা এবং প্রতিরোধমূলক পরিচর্যাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের মতে, স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নীতি প্রণয়ন থেকে শুরু করে সম্প্রদায়ভিত্তিক সচেতনতা বৃদ্ধিতেও ফার্মাসিস্টদের অন্তর্ভুক্ত করা জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. আব্দুর রহমান, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্স-এর ডীন অধ্যাপক ড. মো: তাজুল ইসলাম, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা রুবাইয়াত সাইমুম চৌধুরী।

শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত জনসম্পৃক্ত কার্যক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে যে প্রতিষ্ঠানটি দক্ষ, নৈতিক ও দূরদৃষ্টিসম্পন্ন ফার্মাসিস্ট তৈরিতে অব্যাহতভাবে কাজ করবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর