৩ দশক পূর্তি উদযাপন করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার ৩ দশক পূর্তি উদযাপন করছে। ‘সর্বদাই শরীয়াহ্’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এই গৌরবময় মাইলফলক অতিক্রম উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী ২২৬টি শাখা, ৮৮টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. শাহীন উল ইসলাম, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান।
প্রধান অতিথির বক্তব্যে বাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ৩০ বছর পূর্তির এ মাহেন্দ্রক্ষণে গ্রাহক, শুভানুধ্যায়ী ও অংশীদারসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও ভালোবাসাই ব্যাংকের এই দীর্ঘ যাত্রার মূল প্রেরণা। বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর আমরা ব্যাংকে একটি ইতিবাচক পরিবর্তনের যাত্রা শুরু করেছি, যার মূল ভিত্তি হলো কর্পোরেট সুশাসন, স্ব”ছতা ও জবাবদিহিতা। আমরা দেশের প্রথম ইসলামী ব্যাংক হিসেবে সেন্ট্রালাইজড রিপোর্টিং লাইন বাস্তবায়ন করছি। আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হলো ডিজিটাল ট্রান্সফরমেশন, যার মাধ্যমে আমরা আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা প্রদান করছি। ইনশাআল্লাহ্, এসব পরিবর্তনের ধারাবাহিকতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দেশের সেরা ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমাদের ৩০ বছরের যে অভিজ্ঞতা, যে অর্জন তা এই অনুষ্ঠানের ট্যাগলাইন ‘৩ দশকের বিশ্বাসে, সবসময় আছি পাশে’ এর ভেতরেই আছে। ২২৬ টি শাখা, ৮৮ টি উপশাখা, ও প্রায় ৭৫০ টিরও বেশি এজন্ট আউটলেট, প্রায় সাড়ে ৬ হাজার এম্প্লিয়িজের বিশাল পরিবার, বিজনেস চ্যানেল, অপারেশন্স ইত্যাদির সম্মিলন করাই একটা বড় এচিভমেন্ট। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি দেশের মধ্যে সবচাইতে বড় ব্যালেন্সসিটের ব্যাংক হবার মত ডিস্ট্রিবিউশন চ্যানেল ও ম্যানপাওয়ার এ ব্যাংকের রয়েছে।’
ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. শাহীন উল ইসলাম বলেন, ‘একটি প্রতিষ্ঠানের শক্তিশালী হবার সকল উপাদান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রয়েছে। ৩০ বছরে আমরা পরিপক্ক হয়েছি, অভিজ্ঞতা অর্জন করেছি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন আমাদের এগিয়ে যাবার পালা।’
বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ব্যাংক ৩০ বছর সফলতার সাথে চলা এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, সেগুলা অতিক্রম করে আমাদের পূর্ণোদ্যমে শুরু করতে হবে।
ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান ব্যাংকের সকল গ্রাহক, স্টেকহোল্ডার এবং সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ৩ দশক পূর্ণ করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আজকের এই অবস্থানে এসেছে। বিগত এক বছরে আমাদের ব্যাংকে অনেক পরিবর্তন এসেছে এবং ৩ দশক পূর্তির মাধ্যমে আমাদের একটি নবযাত্রা শুরু হয়েছে। প্রযুক্তি-নির্ভর সেবা, নৈতিক ব্যাংকিং চর্চা ও কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বদা মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ্ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঞা, মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহী, শাখা ব্যবস্থাপকবৃন্দ, উপশাখা ইনচার্জ এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তিন দশকের পথচলায় দশের অর্থনীতিতে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বর্তমানে ব্যাংকটির ৪০ লাখ গ্রাহকের সাড়ে ৫৪ হাজার কোটি টাকার আমানত রয়েছে। দেশেজুড়ে বিস্তৃত ২২৬টি শাখা, ৮৮টি উপশাখা, ৭৫০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ২৫২টি এটিএম ও সিআরএম নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম- এআইবি আই-ব্যাংকিং ও ইসলামিক ওয়ালেটের মাধ্যমে গ্রাহকদের যেকোনো সময়, যেকোনো স্থান থেকে দ্রুত ও নিরাপদ লেনদেনের সুযোগ দিচ্ছে।- সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম