Logo

কর্পোরেট

মাদানী এভিনিউতে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬

মাদানী এভিনিউতে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর মাদানী এভিনিউর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন হলো ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার।

অনুষ্ঠানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট প্রফেসর ডা. এ. কিউ. এম. মোহসেন বলেন, আমাদের লক্ষ্য হলো সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের মাধ্যমে আমরা বাংলাদেশে এমন জটিল সার্জারি শুরু করতে চাই যা আগে কখনও সম্ভব হয়নি। এভাবে আমরা শুধুমাত্র দেশে নয়, আন্তর্জাতিক মঞ্চেও একটি শক্তিশালী সুনাম গড়ে তুলতে চাই।

ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মইনুদ্দিন হাসান রশিদ আরও যুক্ত করেন, ইউনাইটেড গ্রুপ সবসময় এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চেয়েছে যা জাতির সেবায় নিবেদিত। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের উদ্বোধনের মাধ্যমে আমরা আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছি যাতে রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমে যায়। আমাদের লক্ষ্য হলো দেশের মধ্যে সেরা কার্ডিয়াক সেবা নিশ্চিত করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ মোহসিন আহমেদ, চিফ কনসালটেন্ট এন্ড ডিরেক্টর, ক্যাথ ল্যাব, কার্ডিওলজি বিভাগ। এরপর অভিজ্ঞ ও দক্ষ কার্ডিওলজিস্ট ডাঃ মোঃ রওশন মাসুদ, কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ; প্রফেসর অধ্যাপক ডাঃ মোফাসসেল উদ্দীন আহমেদ, কনসালটেন্ট, কার্ডিয়াক সার্জারি বিভাগ; এবং ডা. সৈয়দ মোহাম্মদ আতিক, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেন, যাতে তারা এই সেন্টারের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং বহুমুখী রোগীদের সেবা প্রদানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর, ডাঃ আজহারুল ইসলাম খান, এবং প্রিন্সিপাল, ডা. মো. আব্দুল ওয়াকিল অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খ্যাতনামা স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, স্থপতি ও অভিনেত্রী অপি করিম, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জনগণ, অন্যান্য বিভাগের প্রধান এবং উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

ইউনাইটেড কার্ডিয়াক সেন্টার এখন সম্পূর্ণরূপে রোগীদের সেবা প্রদান করছে। এখানে কনসালটেশন, ডায়াগনস্টিক পরীক্ষা, ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং সার্জারি, সবই এক ছাদের নিচে সম্পন্ন হচ্ছে, বিশ্বমানের মান ও যত্নশীল সেবার প্রতিশ্রুতি দিয়ে।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর