ইবিএল ও বিবিডিএনের যৌথ আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ২৩:০১

ছবি:সংগৃহীত
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) যৌথ উদ্যোগে আয়োজিত একটি বিশেষ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ১৫ জন প্রতিবন্ধী নারী প্রশিক্ষণ শেষ করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর স্কিল জবস অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিবিডিএন, ইবিএল, স্কিল জবস এবং বি-স্ক্যান-এর প্রতিনিধিরা।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী নারীদের আধুনিক ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতিতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। প্রশিক্ষণ শুরুর আগে বিবিডিএন স্কিল জবসের প্রশিক্ষকদের জন্য একটি সংবেদনশীলতা বিষয়ক কর্মশালার আয়োজন করে, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক শেখার পরিবেশ নিশ্চিত হয়। বি-স্ক্যানের সহযোগিতায় প্রশিক্ষণার্থীদের বাছাই, মূল্যায়ন ও ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণ নিশ্চিত করতে সাংকেতিক ভাষা অনুবাদ, যাতায়াত ভাতা এবং অন্যান্য সহায়ক সুবিধা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নের জন্য ব্যবসায় প্রতিষ্ঠান ও এনজিওগুলোর মধ্যে পারস্পরিক অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইস্টার্ন ব্যাংক পিএলসির হেড অফ কমিউনিকেশনস অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম বলেন, ‘একটি সমাজ হিসেবে আমাদের একসাথে এগিয়ে যেতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে কোনো উন্নয়নই টেকসই নয়। এই উদ্যোগ ছোট হলেও অর্থবহ, এবং আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বিবিডিএনের ডিরেক্টর অপারেশনস আজিজা আহমেদ বলেন, ‘এই প্রশিক্ষণের গ্র্যাজুয়েটরা এখন ডিজিটাল অর্থনীতিতে দক্ষতা ও আত্মবিশ্বাস দিয়ে অবদান রাখার জন্য প্রস্তুত। প্রতিবন্ধী নারীরা একাধিক ধরণের প্রান্তিকতার সম্মুখীন হন, অথচ তাদের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা। ইবিএলকে ধন্যবাদ জানাই এই প্রশংসনীয় উদ্যোগে পাশে থাকার জন্য। আমরা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আহ্বান জানাই যেন তারা প্রতিবন্ধী নারীদের জন্য আরও সুযোগ সৃষ্টি করে।’
প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। শ্রবণ ও বাক প্রতিবন্ধী সংগীতা ঘোষ বলেন, ‘আমি এই প্রশিক্ষণ থেকে শেখা ডিজিটাল মার্কেটিং জ্ঞান দিয়ে আমার অনলাইন নৃত্য টিউটোরিয়াল চ্যানেলকে প্রসারিত করতে চাই এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রচার করতে চাই।’
এই উদ্যোগের মাধ্যমে, ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিবন্ধী সংগঠন এবং প্রশিক্ষণ প্রদানকারীদের সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য বাধা দূর করা সম্ভব এবং তারা দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল দুনিয়ায় নেতৃত্ব দিতে, কাজ করতে এবং সফল হতে পারেন।
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) একটি প্ল্যাটফর্ম যেখানে নিয়োগদাতা, নিয়োগদাতা সংগঠন, প্রতিবন্ধী-কেন্দ্রিক সংগঠন, এনজিও, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPDs), সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSOs) এবং উন্নয়ন সহযোগীরা একসাথে কাজ করছে। এর উদ্দেশ্য হলো কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক চর্চা প্রসারিত করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। সংবাদ বিজ্ঞপ্তি
এইচকে/এমএম