Logo

কর্পোরেট

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে ‘জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২০:২৭

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে ‘জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’

ছবি : সংগৃহীত

শিল্পগোষ্ঠী বসুন্ধরার সহায়তায় শুরু হতে যাচ্ছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’। ১৪ অক্টোবর থেকে উর্মি গ্রুপ ও তুরাগ একটিভের পৃষ্ঠপোষকতায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হবে শিরোপার মূল লড়াই।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের বাছাই পর্ব শেষে নির্বাচিত ৮০ জন প্রতিযোগী ৯টি গ্রুপে অংশ নেবেন চূড়ান্ত পর্বে। বিভিন্ন বয়স ও ক্যাটাগরিতে গ্রুপগুলো হলো— উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত নারী, উন্মুক্ত মেম্বার, অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১২-১৩, অনূর্ধ্ব-১৪-১৫ (ছেলে ও মেয়ে)।

চ্যাম্পিয়নশিপের রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে চূড়ান্ত পর্বের খেলা বসবে বসুন্ধরা স্পোর্টস সিটি, ইনডিপেনডেন্স ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, শাহীন কলেজ ও আর্মি অফিসার্স মেসে।

এছাড়া সংবাদ সম্মেলনে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের মধ্যে পাঁচ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অবঃ) মোহসিনুল করিম,আর স্কোয়াশ ফেডারেশনের পক্ষে ছিলেন সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম।

বক্তব্য রাখতে গিয়ে কামরুল ইসলাম বলেন,‘স্কোয়াশে দেশের তরুণরা দারুণ সম্ভাবনাময়। ইতোমধ্যে আমরা ৪০০ জনের বেশি খেলোয়াড় তৈরি করেছি। এবার বসুন্ধরার মতো শক্ত পৃষ্ঠপোষককে পাশে পেয়ে স্কোয়াশে একটা বিপ্লব ঘটাতে চাই।’

বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক বলেন,‘ফুটবলের মতো স্কোয়াশকেও আমরা এগিয়ে নিতে চাই। এই উদ্যোগ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রত্যক্ষ সহযোগিতায় সম্ভব হয়েছে।’

প্রসঙ্গত, এবার চ্যাম্পিয়নশিপে আঞ্চলিক পর্বে অংশ নেয় দেশের ২৫টি প্রতিষ্ঠানের ১৮০ জনের বেশি প্রতিযোগী। তাদের মধ্য থেকে বাছাই করা হয় চূড়ান্ত পর্বের ৮০ জনকে।

বিএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর