শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা কর্মসূচি

বিজনেস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২৩:১০

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের উদ্যোগে শনিবার (১১ অক্টোবর) বগুড়ার এক হোটেলে নারী উদ্যোক্তাদের উন্নয়নে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম। টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মো. আব্দুর রহিম, বগুড়া অঞ্চলের আঞ্চলিক প্রধান ও বগুড়া শাখার ব্যবস্থাপক জনাব মো. জাহাঙ্গীর আলমসহ অত্র অঞ্চলের ছয়টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ব্যাংকের কর্মকর্তাদের নিকট থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপিতে নারীদের অবদানের কথা উল্লেখ করে নারী উদ্যোক্তাদের এসএমই বিনিয়োগে অধিক স¤পৃক্ততার আহ্বান জানান। তিনি নারীদের আর্থিক স্বাধীনতা ও উদ্যোক্তা মনোভাবের গুরুত্ব তুলে ধরে নিষ্ঠা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্বের মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। - সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম