
গ্রাহকদের উন্নত, আধুনিক ও উপভোগ্য ব্যাংকিং সেবা দিতে ঢাকার নিকুঞ্জে নতুন শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
১২ অক্টোবর ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন জোয়ার সাহারা বাণিজ্যিক এলাকার এশিয়ান টাওয়ারে নতুন শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শখে মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর (অব.), এবং সিনিয়র জোনাল হেড (উত্তর) এ. কে. এম. তারেকসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিমানবন্দর, কূটনৈতিক অঞ্চল ও প্রধান আবাসিক-বাণিজ্যিক এলাকার নিকটে হওয়ায় নিকুঞ্জ শাখাটি এসএমই, রিটেইল ও করপোরেট গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানানো হয়।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের ২৯৮টি শাখা ও সাব-শাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার ১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে- যা দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত করছে।- সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম