Logo

কর্পোরেট

ব্র্যাক ব্যাংক কার্ডে কাতার এয়ারওয়েজে বিশেষ ছাড়

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২৩:১৫

ব্র্যাক ব্যাংক কার্ডে কাতার এয়ারওয়েজে বিশেষ ছাড়

ব্র্যাক ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ডধারীরা এখন কাতার এয়ারওয়েজে ভ্রমণের ক্ষেত্রে পাচ্ছেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। সম্প্রতি ব্যাংকটির সঙ্গে কাতার এয়ারওয়েজের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট বুকিং দেওয়ার সময়QRBRAC25’ প্রোমো কোড ব্যবহার করে বেস প্রাইসে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

৯ অক্টোবর ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং কাতার এয়ারওয়েজের বাংলাদেশ ও নেপাল কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ এল ইমাম এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই, কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সল হালিম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, লোকাল অ্যান্ড গ্লোবাল কর্পোরেটের ইউনিট হেড মুসাব্বির আহমেদ, হেড অব ক্রেডিট কার্ডস মিথিলা আলমগীর জুহি এবং হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিটাল অ্যান্ড মার্কেটিং অপারেশনস কো-অর্ডিনেটর তাসমিয়া মোস্তফা

টিকিট ক্রয়ের ক্ষেত্রে এই বিশেষ অফারটি চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত এবং ভ্রমণ করা যাবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। গ্রাহকরা আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার নির্দিষ্ট গন্তব্যে ইকোনমি ও বিজনেস ক্লাস উভয় টিকিটের ক্ষেত্রে এই ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

ডিসকাউন্ট পেতে গ্রাহকদের ফ্লাইট সার্চ করার আগে প্রোমো কোডটি টাইপ করতে হবে এই লিংকে: https://www.qatarairways.com/en-bd/offers/cug/brac-offer.html- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর