Logo

কর্পোরেট

সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মাহবুব আলম

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২০:২১

সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মাহবুব আলম

সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন মোঃ মাহবুব আলম। তিনি  মঙ্গলবার (১৪ অক্টোবর) এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) থেকে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। এছাড়াও তিনি যথাক্রমে যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে বিভিন্ন শাখা ও বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মো. মাহবুব আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এর আগে  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ থেকে এম.কম এবং বি.কম (অনার্স) ডিগ্রি সম্পন্ন করেন।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর