Logo

কর্পোরেট

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শেষ হলো স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৪

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শেষ হলো স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ

এক জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো ৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৫। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চার দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় ১৩ অক্টোবর। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এবারের আসরে মেয়েদের অনূর্ধ্ব-১৩ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন- আরিকা সুলতানা, অনূর্ধ্ব-১৫ গ্রুপে মায়ানুর এবং উন্মুক্ত মহিলা গ্রুপে চাঁদনী সরকার। ছেলেদের অনূর্ধ্ব-১৩ গ্রুপে শাহরিয়ার নাফিজ, অনূর্ধ্ব-১৫ গ্রুপে মেহেদি হাসান ও পুরুষ উন্মুক্ত গ্রুপে শাহাদাৎ হোসেন হয়েছেন চ্যাম্পিয়ন। মেম্বার গ্রুপে চট্টগ্রাম ক্লাবের ফজলে ওয়ালি শিরোপা জিতেছেন। বিশেষ পুরস্কার পেয়েছেন ঢাকা স্কোয়াশ একাডেমির জিহাদ।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ নিজস্ব কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলাসহ নানা সামাজিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে আসছে। আশা করি, তারা ভবিষ্যতেও স্কোয়াশসহ অন্যান্য খেলায় সহযোগিতা অব্যাহত রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.), বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মোহসিনুল করিম, নির্বাহী কমিটির সদস্য, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকবৃন্দ।ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্পদের ঘাটতি ও নিজস্ব কোর্ট না থাকা সত্ত্বেও আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। পরিকল্পিত উদ্যোগের ফলে স্কোয়াশ এখন একটি দৃশ্যমান পর্যায়ে এসেছে। আগামী এসএ গেমসে মানসম্মত দল পাঠানো ও পদক অর্জনই আমাদের লক্ষ্য।’

এমডিএ/এমআই/টিএইচএম 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর