Logo

কর্পোরেট

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ২০:৩৫

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ

সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) ফল ২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে এক নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে গত ২৩ অক্টোবর, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে। শিক্ষার্থীদের তাদের নতুন শিক্ষাজীবনে দিকনির্দেশনা ও শুভেচ্ছা জানানোর লক্ষ্যে এসইইউ-এর একাডেমিক স্কুলগুলো দুটি ভিন্ন সেশনের আয়োজন করে।

প্রথম সেশনে আর্কিটেকচার, ইইই, সিএসই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া। একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের পাশাপাশি অর্থনীতি এবং ইংরেজি বিভাগের নতুন শিক্ষার্থীরা যোগ দেয়। এই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিভাগ বা অবস্থানের সাথে মানিয়ে নিয়ে সর্বোচ্চটা অর্জনের জন্য সচেষ্ট হবার আহ্বান জানান। তাঁরা জীবনের কোন স্তরে থেমে না গিয়ে সর্বদাই নিজেকে প্রস্তুত রাখার পরামর্শ দেন যেন কোন সুযোগ আসলে সেটি মিস হয়ে না যায়।

সকল সেশনেই সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)ও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এছাড়াও সংশ্লিষ্ট ডিন এবং বিভাগীয় প্রধানগণ শিক্ষার্থীদের স্বাগত জানান।

এই অনুষ্ঠানগুলোর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের সাউথইস্ট ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যা তাদের প্রাণবন্ত এবং সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার শুভ সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাউথইস্ট ইউনিভার্সিটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর