Logo

কর্পোরেট

অগ্রণী ব্যাংকের ১৪ কোটি ৫৮ লাখ টাকা খেলাপি ঋণ আদায়

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ২২:৫৬

অগ্রণী ব্যাংকের ১৪ কোটি ৫৮ লাখ টাকা খেলাপি ঋণ আদায়

অগ্রণী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম সার্কেলের অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের নিয়ে অনুষ্ঠিত ব্যবস্থাপক সম্মেলনে খেলাপি ও শ্রেণীকৃত ঋণ হতে নগদ ১৪ কোটি ৫৮ লাখ টাকা আদায় হয়েছে।

শনিবার (১ নভেম্বর)  চট্টগ্রামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

এসময় ব্যবস্থাপনা পরিচালক সার্কেলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন এবং তিনি শ্রেণীকৃত ঋণ আদায়ের ধারা অব্যাহত রেখে এক্সপেক্টেড ক্রেডিট লস কমানো, সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ ও অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. আবুল বাশার। চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় সার্কেলাধীন নির্বাহী, অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার গ্রাহকগণ উপস্থিত ছিলেন।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর