Logo

কর্পোরেট

ভেলানা বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে কার্যক্রম শুরু ইউএস-বাংলার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ২০:১৭

ভেলানা বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে কার্যক্রম শুরু ইউএস-বাংলার

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের (ভিআইএ) নতুন টার্মিনাল-১ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রোববার (২ নভেম্বর) টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এয়ারলাইন অপারেটরস কমিটির চেয়ারম্যান মুনাজ আলী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম এবং এমএএসএল (Maldives Airports Company Limited)–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা আনুষ্ঠানিকভাবে ইউএস-বাংলার চেক-ইন কাউন্টার উদ্বোধন করেন।

প্রথম ফ্লাইটের ১০৮ জন যাত্রীকে স্মারক উপহার দেওয়া হয়। একই সঙ্গে ইউএস-বাংলার ঢাকা থেকে আগত প্রথম ফ্লাইট বিএস ৩৩৭–এর ১৭৬ জন যাত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। যাত্রীদের জন্য সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২১ সালের ১৯ নভেম্বর মালদ্বীপ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে এটি বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা, যাদের বহরে সর্বাধিক সংখ্যক বিমান রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স টার্মিনাল-১ থেকে কার্যক্রম শুরু করার মাধ্যমে এখন এই নতুন টার্মিনালে মোট ২০টি আন্তর্জাতিক এয়ারলাইন কার্যক্রম পরিচালনা করছে।

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর