ভেলানা বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে কার্যক্রম শুরু ইউএস-বাংলার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ২০:১৭
					মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরের (ভিআইএ) নতুন টার্মিনাল-১ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
রোববার (২ নভেম্বর) টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এয়ারলাইন অপারেটরস কমিটির চেয়ারম্যান মুনাজ আলী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার জাহিদুল ইসলাম এবং এমএএসএল (Maldives Airports Company Limited)–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা আনুষ্ঠানিকভাবে ইউএস-বাংলার চেক-ইন কাউন্টার উদ্বোধন করেন।
প্রথম ফ্লাইটের ১০৮ জন যাত্রীকে স্মারক উপহার দেওয়া হয়। একই সঙ্গে ইউএস-বাংলার ঢাকা থেকে আগত প্রথম ফ্লাইট বিএস ৩৩৭–এর ১৭৬ জন যাত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। যাত্রীদের জন্য সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২১ সালের ১৯ নভেম্বর মালদ্বীপ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে এটি বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা, যাদের বহরে সর্বাধিক সংখ্যক বিমান রয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স টার্মিনাল-১ থেকে কার্যক্রম শুরু করার মাধ্যমে এখন এই নতুন টার্মিনালে মোট ২০টি আন্তর্জাতিক এয়ারলাইন কার্যক্রম পরিচালনা করছে।
এমএইচএস

