Logo

কর্পোরেট

এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শওকাতুল আলম

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ২৩:২৮

এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শওকাতুল আলম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক) পিএলসির প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানদের নিয়ে এক জরুরি সভায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। সভায় এক্সিম ব্যাংকের উন্নয়ন ও কার্যক্রমগত স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসক শওকাতুল আলম।

সভায় প্রশাসকের সহযোগী টিমের সদস্য, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপ ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানমসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর