মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম পরিবারের পাশে মিডল্যান্ড ব্যাংক
বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৭
মেট্রোরেল পিলারের বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত মরহুম আবুল কালামের পরিবারের পাশে দাঁড়িয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ব্যাংকটি মানবিক সহায়তা হিসেবে মোট ১৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে।
ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে ইসলামি ব্যাংকিং ফান্ড থেকে ৫ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংক পরিবারের সদস্যদের পক্ষ থেকে আরও ১০ লাখ টাকা প্রদান করা হয়।
৬ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুমের সহধর্মিণী মিসেস আইরিন আকতার প্রিয়ার হাতে আর্থিক সহায়তার প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তা দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে প্রদেয় সহায়তার অর্থে মরহুমের দুই সন্তান- আবদুল্লাহ আবরার (৪) এবং পারিশা মারিয়াম সুরা (৩)- এর নামে ইসলামি ব্যাংকিং উইন্ডো মিডল্যান্ড ব্যাংক সালাম-এর আওতায় দুটি মাসিক মুনাফা জিম্মাদার আমানত হিসাব খোলা হয়েছে। প্রতিটি হিসাবে ৭.৫০ লাখ টাকা করে জমা রাখা হয়েছে।
এই হিসাব থেকে প্রাপ্ত মাসিক মুনাফার অর্থ পরিবারটির দৈনন্দিন ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ।- সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

