Logo

কর্পোরেট

জামালপুর-ময়মনসিংহে ৬০ নারী উদ্যোক্তার দক্ষতা উন্নয়ন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৪:৫৪

জামালপুর-ময়মনসিংহে ৬০ নারী উদ্যোক্তার দক্ষতা উন্নয়ন

বাংলাদেস ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)–এর সহযোগিতায় ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’ প্রশিক্ষণ পেয়েছেন জামালপুর ও ময়মনসিংহের ৬০ জন নারী উদ্যোক্তা।

২০ থেকে ২২ অক্টোবর জামালপুরে এবং ২১ থেকে ২৩ অক্টোবর ময়মনসিংহে অনুষ্ঠিত হয় এই তিন দিনব্যাপী দুটি কর্মশালা, যেখানে অংশ নিয়েছিলেন উভয় জেলা থেকে ৩০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা। সক্ষমতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের উদ্যোক্তাযাত্রাকে আরও সহজ করার লক্ষ্যেই এই আয়োজন।

প্রশিক্ষণে বিজনেস ম্যানেজমেন্ট, ডিজিটাল দক্ষতা, আর্থিক সাক্ষরতা ও মার্কেট অ্যাকসেস নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়, যা উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে সহায়তা করবে। এর মাধ্যমে তাঁদের নিজ নিজ এলাকার অন্যান্য আগ্রহী নারী উদ্যোক্তারাও উদ্বুদ্ধ হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনীর হাসান, ব্র্যাক ব্যাংকের এসএমই ডিভিশনের স্মল বিজনেস ইউনিটের টেরিটরি ম্যানেজার (জামালপুর) মো. ইকবাল হোসেন এবং টেরিটরি ম্যানেজার (ময়মনসিংহ) মো. আফতাব উদ্দিন।

ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপারে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ব্র্যাক ব্যাংক দৃঢ়ভাবে বিশ্বাস করে, নারী উদ্যোক্তা উন্নয়নই একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গঠনের অন্যতম পূর্বশর্ত। আমাদের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ-কর্মসূচি নারীবান্ধব উদ্যোগগুলোতে আস্থা, দক্ষতা ও সহযোগিতা বাড়িয়ে তাঁদেরকে সফল উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে সহায়তা করে।”

‘আমরাই তারা’ হলো গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত ব্র্যাক ব্যাংকের একটি দেশব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, যা প্রশিক্ষণ, পরামর্শ, মার্কেট অ্যাকসেস এবং অর্থায়ন সুবিধার মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও দীর্ঘমেয়াদি ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।

জামালপুর ও ময়মনসিংহে ‘আমরাই তারা’ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বড় শহরের বাইরের নারী উদ্যোক্তাদের কাছে পৌঁছে প্রকৃত অর্থেই দেশব্যাপী ক্ষমতায়নের ভিত্তি আরও সুদৃঢ় করেছে।

উল্লেখ্য, ‘আমরাই তারা’র অধীনে ব্র্যাক ব্যাংক এ পর্যন্ত দেশের ২০ জেলায় ৩,০০০–এরও বেশি নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ব্যাংকটির। নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি 

এমডিএ/ টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর