Logo

কর্পোরেট

পূবালী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ২১:৩৪

পূবালী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

উৎকর্ষ ও উদ্ভাবনের ঐতিহ্য নিয়ে পূবালী ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক মান নিশ্চিতকল্পে পূবালী ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ সম্প্রতি প্রধান কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এই সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক, নিয়ন্ত্রক আপডেট এবং উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের পরিচালক আ ন ম মইনুল কবির। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক ও চিফ রিস্ক অফিসার মোঃ মনজুরুল ইসলাম মজুমদার। পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের জয়েন্ট ডিরেক্টর মোসা. নাজমিন নাহার ও ডেপুটি ডিরেক্টর রবিন চন্দ্র পাল ।  

বাংলাদেশ ব্যাংকের পরিচালক আ ন ম মইনুল কবির তাঁর বক্তব্যে বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা আজকের ব্যাংকিং খাতের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই ধরনের সম্মেলন আমাদের ঝুঁকি মোকাবিলায় সঠিক দিকনির্দেশনা প্রদান এবং আর্থিক খাতকে আরও স্থিতিশীল ও নিরাপদ করতে সহায়তা করবে। তিনি পূবালী ব্যাংক পিএলসিকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানান।

ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। ঝুঁকি ব্যবস্থাপনায় প্রোঅ্যাকটিভ দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা এবং আধুনিক আর্থিক পরিবেশে এর প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, আজকের এই সম্মেলন ব্যাংকিং ঝুঁকি মোকাবিলার আধুনিক কৌশল এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ব্যাংকিং কার্যক্রমকে আরও উন্নত করতে সাহায্য করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইন্টারঅ্যাকটিভ সেশন ও বিশেষজ্ঞদের নেতৃত্বে পরিচালিত আলোচনা পর্বে এসেট-লাইয়াবিলিটি ব্যবস্থাপনা, এএমএল/সিএফটি কমপ্লায়েন্স এবং স্ট্রেস টেস্টিং নিয়ে গভীর পর্যালোচনা করা হয়। সম্মেলনে ঝুঁকি সচেতনতা বৃদ্ধি ও নিয়ন্ত্রকমান অনুযায়ী টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য পূবালী ব্যাংকের দৃঢ় উদ্যোগকে তুলে ধরা হয়।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পূবালী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর