আটি মডেল সোসাইটিতে প্রিমিয়াম রয়্যাল সিটির আনুষ্ঠানিক উদ্বোধন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:২৮
ছবি : বাংলাদেশের খবর
দি প্রিমিয়াম হোমস লিমিটেড’র নতুন প্রকল্প ‘দি প্রিমিয়াম রয়্যাল সিটি’র আনুষ্ঠানিক উদ্বোধনী করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) আটি মডেল সোসাইটির কমার্শিয়াল ইউনিটে এ উৎসবমুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, স্থপতি, বিশেষ অতিথি এবং গ্রাহকরা।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে সিইও মো. মাইনুল হাসান দুলন বলেন, ‘প্রিমিয়াম হোমস ইতোমধ্যে গ্রাহকের আস্থা অর্জনে সফল হয়েছে। এখন সেই আস্থা আরও দৃঢ় করার সময়। যারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
তিনি ভবিষ্যতে হসপিটাল শেয়ার প্রজেক্টের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

প্রকল্পের স্থপতি মি. নূরুন্নবী রাজু প্রকল্পের স্থাপত্য ও কাঠামোগত বৈশিষ্ট্য উপস্থাপন করেন। তিনি জানান, ‘দি প্রিমিয়াম রয়্যাল সিটি’ ভূমিকম্প-প্রতিরোধী নকশা ও আধুনিক হাইরাইজ বিল্ডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্মিত হবে, যা দীর্ঘমেয়াদে স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে।
বিশেষ অতিথি মি. গোলাম কিবরিয়া সরকার (সত্তাধিকারী, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড) বলেন, ‘প্রকল্পটি দীর্ঘদিন পর্যালোচনা ও মূল্যায়ন করেছি এবং এর ভবিষ্যৎ সফলতা কামনা করি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি প্রিমিয়াম হোমস লিমিটেড এবং আটি মডেল সোসাইটির কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা। গ্রাহকরা প্রকল্পের অগ্রগতির প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানকে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
আনুষ্ঠানিকতার পর গ্রাহকরা প্রকল্প সাইট পরিদর্শন করেন। সেদিনই রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল উভয় সেগমেন্টে একাধিক স্পট বুকিং সম্পন্ন হয়।
দুপুরে পরিবেশিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। এছাড়া সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অতিথিদের জন্য প্রিমিয়াম হোমস-এর পক্ষ থেকে বিশেষ স্মারক উপহার বিতরণ করা হয়।
এআরএস

