কর্পোরেট সুশাসন নিশ্চিত ও মানিলন্ডারিং প্রতিরোধে সোনালী ব্যাংকে মতবিনিময় সভা
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২৩:১৯
কর্পোরেট সুশাসন নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ ও মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্টের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে ২৪ নভেম্বর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। মুখ্য আলোচক হিসেবে অংশ নেন বিএফআইইউ এর পরিচলক মো. মোস্তাকুর রহমান ও যুগ্মপরিচালক শাহআলম কাজী। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।- সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

