পূবালী ব্যাংক পিএলসি রিটেইল বিজনেস ডিভিশন এর উদ্যোগে সিএলএস এজেণ্ট সম্মেলন-২০২৫ সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সভাপতিত্ব করেন রিটেইল বিজনেস ডিভিশন প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মালেকুল ইসলাম।
সম্মেলনে পূবালী ব্যাংকের বিভিন্ন অঞ্চল প্রধানগণ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ সালের সেরা ১৩ জন সিএলএস এজেণ্টদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র, প্রাইভেট কার ও মোটরসাইকেল প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এই সম্মেলনের মাধ্যমে সিএলএস এজেন্টদের কর্মদক্ষতা বৃদ্ধি, গ্রাহকবান্ধব সেবা উন্নয়ন, ঋণ বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি এবং নেটওয়ার্ক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতে সিএলএস সেবাকে আরও আধুনিক ও প্রযুক্তি ভিত্তিক করতে ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। পূবালী ব্যাংক সবসময় কর্মদক্ষতা, সততা ও সহযোগিতাকে মূল্যায়ন করে। আজকের সম্মাননা তাদের অনুপ্রেরণা বৃদ্ধি করবে এবং ব্যাংকের প্রবৃদ্ধি আরও বেগবান হবে।- সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

