Logo

কর্পোরেট

সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমানত শাহ গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ২৩:৩৯

সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমানত শাহ গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সাউথইস্ট ইউনিভার্সিটি ও আমানত শাহ গ্রুপের মধ্যে টেক্সটাইল সেক্টরে উদ্ভাবন, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ‘ইনভেনশন অ্যান্ড ইনোভেশন ইন টেক্সটাইল সেক্টর’ শীর্ষক আলোচনাসভা শেষে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়া।

সভায় বক্তব্য রাখেন আমানত শাহ গ্রুপের চিফ অ্যাডভাইজার মো. নূরুল ইসলাম, পরিচালক মো. রেজাউল করিম এবং সাউথইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদসহ অন্যান্য বক্তারা।

সমঝোতা স্মারকে সই করেন-আমানত শাহ গ্রুপের ওভেন ফেব্রিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ।

চুক্তির মাধ্যমে টেক্সটাইল খাতে গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন, শিক্ষার্থীদের হাতে–কলমে প্রশিক্ষণ, শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ এবং একাডেমিক-ইন্ডাস্ট্রি সহযোগিতা আরও জোরদার হবে বলে জানানো হয়।

স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ হেলাল মিয়া, পরিচালক রেজাউল করিম, পরিচালক মিয়াহ মো. জুবায়ের আমিন, চিফ অ্যাডভাইজার মো. নূরুল ইসলাম, সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, অধ্যাপক ড. ইঞ্জি. আনম আহমাদুল্লাহসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইভেন্টটি একাডেমিক ও শিল্প খাতের সমন্বয় আরও শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাউথইস্ট ইউনিভার্সিটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর