Logo

কর্পোরেট

অ্যারিস্টো আই হসপিটালকে কাস্টমাইজড এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২১:৫০

অ্যারিস্টো আই হসপিটালকে কাস্টমাইজড এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

অ্যারিস্টোফার্মা লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান অ্যারিস্টো আই হসপিটালকে এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে হাসপাতালটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা ব্র্যাক ব্যাংকের উন্নত ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

এই চুক্তির আওতায় এই আধুনিক ও বিশেষায়িত চক্ষু হাসপাতালের কর্মীরা ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের সহজ, দ্রুত ও ঝামেলাহীন ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যেগুলোর মধ্যে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পারসোনাল লোন, ডিপিএস ও এফডি এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধাসহ আরও অনেক এক্সক্লুসিভ ব্যাংকিং সেবা।

২০ নভেম্বর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ এবং অ্যারিস্টো আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আহমেদ ইমতিয়াজ হাসান।

অনুষ্ঠানে অ্যারিস্টো আই হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসপাতালটির চিফ এক্সিকিউটিভ অফিসার প্রফেসর মেজর জেনারেল (অব.) ড. কামরুল হাসান খান, হেড অব অপারেশন লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. এএইচএম হাবিবুর রহমান এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ডেপুটি ম্যানেজার নাবিল হাসান। 

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের রিজিওনাল এরিয়া হেড আবু সাদাত চৌধুরী, কর্পোরেট ব্যাংকিংয়ের হেড অব রিলেশনশিপ মেসবাহ উদ্দিন আহমেদ, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সহযোগিতা দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আধুনিক, সুবিধাজনক ও উন্নত আর্থিক সেবা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের উন্নত ব্যাংকিং সেবা গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে ব্যাংকটি।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর