Logo

কর্পোরেট

কাজ খুঁজে পেতে জানাটাও জরুরি: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মশালায় বক্তারা

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৯

কাজ খুঁজে পেতে জানাটাও জরুরি: প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মশালায় বক্তারা

দেশে শিক্ষিত বেকারদের জন্য কাজের পর্যাপ্ত সুযোগ না থাকার পাশাপাশি এটিও সত্য যে, কাজের সুযোগের ক্ষেত্র সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে বহু তরুণ যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ খুঁজে পাচ্ছেন না। আর এরূপ পরিস্থিতিতে শিক্ষিত তরুণদের জন্য কাজের সুযোগ অনুসন্ধান ও সে সুযোগকে যথাযথভাবে ব্যবহারের লক্ষ্যে তাঁদেরকে কর্মোপযোগী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে আজ (২৭ নভেম্বর ২০২৫) ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে এর গুলশানস্থ মিলনায়তনে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের মূখ্য উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল কবির। 

কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম এবং এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. জুলফিকার আলী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটি পরিচালনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি আবু তাহের খান। কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস দপ্তরের নির্বাহী স্বর্ণালী আক্তার বিথী।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনোয়ারুল কবির বলেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এর গোড়া থেকেই শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কর্মপোযোগী হিসেবে গড়ে তোলা ও তাদের জন্য কাজের সুযোগ অনুসন্ধানের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আর সে অগ্রাধিকার বিবেচনা থেকেই ক্যারিয়ার প্ল্যানিং শীর্ষক এ কর্মশালার আয়োজন। তিনি আরো বলেন যে, তরুণ স্নাতকদের জন্য শুধু দেশের ভেতর নয়-- দেশের বাইরেও প্রচুর কাজের সুযোগ রয়েছে এবং সেটি আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। তিনি জানান, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে এ ধরনের কর্মশালার আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর