Logo

কর্পোরেট

রাজধানীতে রূপালী ব্যাংকের বাসাবো উপশাখা উদ্বোধন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫

রাজধানীতে রূপালী ব্যাংকের বাসাবো উপশাখা উদ্বোধন

সোমবার (১ ডিসেম্বর) আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে ঢাকার বাসাবোতে রূপালী ব্যাংক পিএলসি’র ৩৭তম উপশাখা হিসেবে বাসাবো উপশাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খিলগাঁও শাখার নিয়ন্ত্রণাধীন উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যবস্থাপনা পরিচালক সহকর্মীদের উদ্দেশ্যে গ্রাহক সন্তুষ্টি অর্জন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি গ্রাহকদের ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা গ্রহন করার আহবান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাঈন মইন।

এছাড়াও সবুজবাগ থানা বিএনপি’র আহবায়ক আশরাফুল রহিম, ব্যবসায়ী মো. মুরতুজা, নূর মোহাম্মদীয়া (সাঃ) হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. লোকমান হাকিম, ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম, রূপালী ব্যাংক ঢাকা সেন্ট্রাল জোনাল ম্যানেজার মো. মাসুদুল হাসান, খিলগাঁও শাখার ব্যবস্থাপক আকতার হোসেন, মুগদা শাখার ব্যবস্থাপক মো. শামছুল হক ইভান ও বাসাবো উপশাখা প্রধান কবির আলমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া করেন মুফতি নূরুল হুদা মারুফ।- বিজ্ঞপ্তি/এমডিএ/ টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রূপালী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর