Logo

কর্পোরেট

ট্রান্সফরমেশন লিডার ইন বাংলাদেশ ২০২৫ সম্মাননায় ভূষিত হলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৩

ট্রান্সফরমেশন লিডার ইন বাংলাদেশ ২০২৫ সম্মাননায় ভূষিত হলেন  পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

বাংলাদেশের ব্যাংকিং অঙ্গনের প্রখ্যাত নির্বাহী মোহাম্মদ আলী ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস এর অ্যাওয়ার্ড কমিটির মূল্যায়নে IRBA Transformation Leader in Bangladesh 2025 সম্মাননায় ভূষিত হয়েছেন।

এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন মোহাম্মদ আলীর দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের ইসলামী ব্যাংকিং অঙ্গনে যে রূপান্তরমূলক পরিবর্তন তিনি এনেছেনÑতার সুস্পষ্ট প্রতিফলন। শরিয়াহ-সম্মত আর্থিক সেবা উন্নয়ন, উদ্ভাবনী সমাধানের প্রসার, গ্রাহক-কেন্দ্রিক ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে তার অবদান ব্যাংকিং খাতে মান নির্ধারণকারী এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিশ্ববিখ্যাত থিংক ট্যাঙ্ক Cambridge IFA আয়োজিত Islamic Retail Banking Awards (IRBA)  ইসলামী রিটেইল ব্যাংকিং খাতে উৎকর্ষ, সেরা চর্চা ও উদ্ভাবনকে স্বীকৃতি প্রদান করে থাকে। Transformation Leader হিসেবে নির্বাচন একটি কঠোর মূল্যায়ন মডেল এবং স্বাধীন বিশেষজ্ঞ প্যানেলের বিশ্লেষণের ভিত্তিতে নির্ধারিত হয়, যা দেশের ইসলামী ব্যাংকিং খাতে ব্যক্তির প্রভাব, কর্মদক্ষতা এবং ইতিবাচক পরিবর্তনের পরিমাপ করে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ আলী বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সেবার মানোন্নয়নে যে যৌথ প্রচেষ্টা আমাদের টিম চালিয়ে যাচ্ছে, এই সম্মান সেই প্রচেষ্টারই প্রতিফলন। ভবিষ্যতেও উদ্ভাবন, নৈতিক ব্যাংকিং এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।”

এই পুরস্কার বাংলাদেশের ইসলামী আর্থিক খাতের সার্বিক অগ্রগতিতে মোহাম্মদ আলীর প্রভাবশালী ভূমিকা এবং দেশের গ্লোবাল ইসলামী ফাইন্যান্স অঙ্গনে ক্রমোন্নত অবস্থানের প্রতীক।- সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পূবালী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর