টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করল পূবালী ব্যাংক
বিজনেস ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ২২:৩৭
পূবালী ব্যাংক পিএলসি প্রথমবারের মতো স্বাধীনভাবে প্রণীত বার্ষিক টেকসইতা ও প্রভাব প্রতিবেদন ২০২৪ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে, যা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক। “সবুজ অর্থায়ন: টেকসইতার পথে” শিরোনামের এই প্রতিবেদনটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএফআরএস এস–১ ও এস–২ মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে।
এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসন—এই তিনটি ক্ষেত্রে (ইএসজি পরিমাপক) পূবালী ব্যাংকের অগ্রগতি তুলে ধরেছে। এতে ব্যাংকের কৌশলগত উদ্যোগসমূহ, সম্প্রদায় ও পরিবেশের প্রতি ইতিবাচক অবদান এবং টেকসই আর্থিক সেবায় নেতৃত্ব প্রদানের ধারাবাহিক প্রচেষ্টা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেশের অন্যতম শীর্ষ টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পাওয়ার পর, এই উদ্যোগ পূবালী ব্যাংকের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
আইএফআরএস মানদণ্ড অনুসরণের ফলে পূবালী ব্যাংক তার অংশীদারদের জন্য আরও মানসম্মত, তুলনাযোগ্য এবং বিশ্বাসযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করেছে—যা ব্যাংকের দীর্ঘমেয়াদি মূল্যায়নযোগ্য প্রবৃদ্ধি এবং সক্ষমতা বিশ্লেষণে ফলপ্রসূ প্রভাব ফেলবে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক পিএলসি অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ব্যাংকিং চর্চায় সুপরিচিত। টেকসই অর্থায়ন, প্রযুক্তিনির্ভর সমাধান এবং সুশাসনকে অগ্রাধিকার দিয়ে ব্যাংকটি দেশের অর্থনৈতিক ভিত্তি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। -সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

