Logo

কর্পোরেট

এসএমই পণ্য মেলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩:২৮

এসএমই পণ্য মেলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১২তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশগ্রহণ করেছে। ৭ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান এসএমই স্টলটির উদ্বোধন করেন।

উদ্বোধন কালে মো. রাফাত উল্লা খান বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে উদ্যোক্তাদের অর্থায়ন, প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদানে অব্যাহতভাবে কাজ করছে। ব্যাংক এসএমই উদ্যোক্তাদের আরও সহজ, উদ্ভাবনী ও শরীয়াহসম্মত ব্যাংকিং সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোলায়মান আল রাজী ও মনিরুল ইসলাম, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় আগত দর্শনার্থীরা স্টল থেকে ব্যাংকের শরীয়াহসম্মত বিনিয়োগ সুবিধা, এসএমই ফাইন্যান্সিং, নারী উদ্যোক্তা সহায়তা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং বিভিন্ন সেবার বিষয়ে তাৎক্ষণিক তথ্য, পরামর্শ ও নির্দেশনা গ্রহণ করতে পারবেন। 


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর