Logo

কর্পোরেট

জাতীয় স্মৃতিসৌধে ইস্টার্ন ইউনিভার্সিটির পুষ্পস্তবক অর্পণ

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ২১:৫১

জাতীয় স্মৃতিসৌধে ইস্টার্ন ইউনিভার্সিটির পুষ্পস্তবক অর্পণ

আজ মহান বিজয় দিবস উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভাগীয় প্রধানগন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই শ্রদ্ধাঞ্জলি র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচির মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদদের ত্যাগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের সেই মহান ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই প্রজন্মকে। -সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর