পূবালী ব্যাংক পিএলসি’র ১৫০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজনেস ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ২২:০৬
বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাতে সুদীর্ঘ ঐতিহ্য, শক্তিশালী করপোরেট গভর্নেন্স ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার অনন্য দৃষ্টান্ত পূবালী ব্যাংক পিএলসি.’র ১৫০০তম পরিচালনা পর্ষদ সভা আজ ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে সভাস্থলে পরিচালনা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান ও পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সম্মাননীয় চেয়ারম্যান মনজুরুর রহমান। উল্লেখযোগ্য যে, পূবালী ব্যাংক বেসরকারি খাতে রূপান্তরের পর ১৯৮৫ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভাতেও সভাপতিত্ব করেছিলেন মনজুরুর রহমানÑযা ব্যাংকের নেতৃত্বের ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক উত্তরাধিকারকে বিশেষভাবে তুলে ধরে।
সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, রানা লায়লা হাফিজ, আরিফ আহমদ চৌধুরী, শাহিনুজ্জামান কবির, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ড. শাহদীন মালিক ও মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী এবং বিকল্প পরিচালক নাদির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মহাব্যবস্থাপক ও চীফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ লিটন মিয়া, কোম্পানী সেক্রেটারি মোঃ আনিসুর রহমান, মহাব্যবস্থাপক ও চীফ প্রটোকল অফিসার (পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড) মোঃ শাহ আলম ১৫০০তম পরিচালনা পর্ষদ সভার আনুষ্ঠানিক উদযাপন পর্বে উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি
এমডিএ/টিএইচএম

