Logo

কর্পোরেট

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ২২:১২

সাউথইস্ট ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি বুধবার, ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের তাৎপর্য এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন, যিনি মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব। -সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাউথইস্ট ইউনিভার্সিটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর