Logo

কর্পোরেট

আকিজ রিসোর্স গ্রুপের সঙ্গে এনসিসি ব্যাংকের সাপ্লাই চেইন ফাইন্যান্স চুক্তি

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:৫৮

আকিজ রিসোর্স গ্রুপের সঙ্গে এনসিসি ব্যাংকের সাপ্লাই চেইন ফাইন্যান্স চুক্তি

এনসিসি ব্যাংক আকিজ রিসোর্স গ্রুপের ছয়টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানÑআকিজ এসেনশিয়ালস লিমিটেড, হাশেম রাইস মিলস লিমিটেড, আকিজ এগ্রো ফিড লিমিটেড, আকিজ ইস্পাত লিমিটেড, নবায়ন ট্রেডার্স লিমিটেড এবং আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মনোনীত সরবরাহকারীদের জন্য একটি সমন্বিত সাপ্লাই চেইন ফাইন্যান্স সুবিধা চালু করা হবে। এই কৌশলগত সহযোগিতার আওতায়, সংশ্লিষ্ট ক্রেতা প্রতিষ্ঠানের সুপারিশকৃত যোগ্য ও স্বনামধন্য সরবরাহকারীদের এনসিসি ব্যাংক অভ্যন্তরীণ নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে সাপ্লাই চেইন ফাইন্যান্স সুবিধা প্রদান করবে। 

ঢাকার মতিঝিলে অবস্থিত এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং আকিজ এগ্রো ফিড লিমিটেডের পরিচালক মোঃ রুহুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এসময় এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব ব্রাঞ্চ অ্যান্ড বিজনেস মুফতি মোস্তাফিজুর রহমান এবং আকিজ রিসোর্স গ্রুপের চীফ ট্রেজারি অফিসার শেখ সাদী, ডেপুটি চীফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম বলেনÑ আকিজ রিসোর্স গ্রুপের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে এনসিসি ব্যাংক টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, সরবরাহকারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেলো। তিনি আরও বলেন, শক্তিশালী বাজার ব্যবস্থাপনা ও কার্যকর পরিচালনার জন্য সুপরিচিত আকিজ রিসোর্স গ্রুপের কোম্পানিগুলোর সঙ্গে এই সমঝোতা সাপ্লাই চেইন এর ক্ষেত্রে দীর্ঘমেয়াদি টেকসই ব্যবসায়িক অংশীদারিত্বের সূচনা করবে। সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এনসিসি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর