Logo

কর্পোরেট

সাউথইস্ট ব্যাংক পিএলসির ১৩৭তম গৌরীপুর শাখা উদ্বোধন

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ২২:৩৬

সাউথইস্ট ব্যাংক পিএলসির ১৩৭তম গৌরীপুর শাখা উদ্বোধন

আধুনিক ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি. জিন্নত আলী  কমপ্লেক্স, হোমনা রোড, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা’তে ১৩৭তম ‘গৌরীপুর শাখা’ উদ্বোধন করেছে। সম্প্রতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো.সেকান্দার-ই-আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংক পিএলসি’র এসএমই এন্ড এগ্রি ক্রেডিট বিভাগের প্রধান মোহাম্মদ আশিকুজ্জামান খান, লজিস্টিকস অ্যান্ড জেনারেল সার্ভিসেস বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান, গৌরীপুর শাখার শাখা প্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে আরও জোরদার করা এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক সবসময় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। এই শাখার মাধ্যমে তথ্যপ্রযুক্তি-সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিংয়ের সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাও গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে। -সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর