মুসলিম বিয়ে করায় ঠাঁই মেলেনি বাড়িতে, থাকা-খাওয়ার আশ্বাসে অন্তঃসত্ত্বাকে ধর্ষণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৯:০৮

ঢাকার কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের শিকার হয়েছেন। সনাতন ধর্মের ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ। আর ধর্ষণের দায়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম সিয়াম ও জিত সরকার জনতার হাতে আটক হন।
পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ধর্ষিতা নারীর বর্তমান অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ধর্ষক আশরাফুল ইসলাম সিয়াম, জিত সরকার, মো. লিমন ও মো. ইয়াসিনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী জানান, বছরখানেক আগে ভালোবাসে বিয়াদ নামের একজন মুসলিম ছেলেকে বিয়ে করি। বিয়ের পর থেকে ঢাকার আনন্দবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতে শুরু করি। বর্তমানে আমি সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। গত ১৫ দিন আগে আমার স্বামী রিয়াদ বাসায় আমাকে একা রেখে চলে যায়। তার মোবাইল ফোন বন্ধ করে আমার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। আমার স্বামীর স্থায়ী ঠিকানা না জানায় আমি মায়ের বাড়ি চাঁদপুরে চলে যাই।
তিনি বলেন, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে মুসলিম ছেলেকে বিয়ে করায় বাড়িতে কেউ আশ্রয় দেয়নি। সবাই গালিগালাজ করে তাড়িয়ে দেয়। আমিও রাগ করে গত ৭ মার্চ সকালে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় আসি। এসে ঢাকার একটি মাজারে রাত্রিযাপন করি। শনিবার (৮ মার্চ) সকালে পোস্তাগোলা ব্রিজ পার হয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় চলে যাই। সারাদিন না খাওয়ায় প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। ওই দিন রাত ১০টার দিকে হাসনাবাদ সিএনজি স্ট্যান্ড এলাকার সিয়াম ও জিত নামের দুইজন আমাকে থাকা-খাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেয়। তারা আমাকে এক পরিত্যক্ত বাড়িতে নিয়া উঠায়।
এরপর লিমন ও ইয়াসিন নামের আরো দুজনকে ওইখানে ডেকে আনে। রাত আনুমানিক ১০টা থেকে ১টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। আমি তাদেরকে শত অনুনয়-বিনয় করে ইজ্জত রক্ষার চেষ্টা করলেও তারা শুনেনি। আমার ইচ্ছার বিরুদ্ধে দুজনে হাত-পা ধরে রাখে ও একজন করে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে সিয়াম ও জিতকে ধরে ফেলে। আর লিমন ও ইয়াসিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণকারী সিয়াম ও জিতকে আটক করে। তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোনডা ইউনিয়নের পানগাঁও এলাকার বাসিন্দা বলে এলাকাবাসী জানায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসী দুই ধর্ষণকারীকে আটক করে পুলিশের খবর দিলে তাদের গ্রেপ্তার করি। আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করি। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এরশাদ হোসেন/ওএফ