Logo

সারাদেশ

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আলফাডাঙ্গা সরকারি কলেজে মানববন্ধন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৫:৫০

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে আলফাডাঙ্গা সরকারি কলেজে মানববন্ধন

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) সকালে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা নারী নিপীড়ন ও ধর্ষণ বন্ধ এবং ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড হাতে অংশ নেন।

মানববন্ধনে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম চৌধুরী আব্দুল্লাহর পরিচালনায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরব, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাদি হাসান ও কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাজিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে নারীরা কোথাও নিরাপদ নয়। দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। তবে আমরা এর কোনো বিচার দেখতে পাচ্ছি না।

বক্তারা আরও বলেন, মাগুরায় ধর্ষকরা একটি আট বছরের শিশুকেও পর্যন্ত ছাড়েনি। এমনকি আন্তর্জাতিক নারী দিবসেও দেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ মানববন্ধন ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর