Logo

সারাদেশ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : নিহত ১, আহত ২৫

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৮:৪৪

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : নিহত ১, আহত ২৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে বালু-পাথর পরিবহন ট্রাকে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলী এবং বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলনেতা হারুন মাহমুদের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মহিষখলা বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু-পাথরবাহী ট্রাক চলাচল করে। এসব ট্রাক থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে সন্ধ্যায় সংঘর্ষ বাঁধে, যা পরে হামলা-পাল্টা হামলায় রূপ নেয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান জানান, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মোহাম্মদ আলী নামে একজন মারা গেছেন। তবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।  

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আব্দুল হালিম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি হামলা সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর