সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ড
স্ত্রী-সন্তানের পর চলে গেলেন দগ্ধ সোহাগও

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৯:৪১

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানের পর এবার মারা গেলেন দগ্ধ মো. সোহাগও (২৩)। সোমবার দিবাগত রাত (১১ মার্চ) ১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি জানান, সোহাগের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।
নিহত সোহাগ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। এর আগে একই ঘটনায় সোহাগের স্ত্রী রুপালী (২০), ১৮ মাস বয়সী মেয়ে সুমাইয়া এবং হান্নান নামের (৪০) একজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত ৩ মার্চ গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। গ্যাসের লাইন লিকেজ থেকে আগুন ধরে যায়, এতে এক পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হন।
এআইবি/এটিআর