Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরি, সড়ক অবরোধ

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১১:১৭

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরি, সড়ক অবরোধ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে দুই মাস বয়সী শিশু সায়ান চুরির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এ ঘটনা ঘটে। শিশুটি চুরি যাওয়ার পর তার পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা রাত ৯টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধের কারণে এক ঘণ্টা ধরে চলতে থাকে উত্তেজনা। শিশুকে উদ্ধারের দাবিতে অবরোধ হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক করে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল ও হাসি বেগম দম্পতি তাদের দুই মাস বয়সী সন্তান সায়ানকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেছিলেন। দুদিন চিকিৎসা দেওয়ার পর সোমবার সন্ধ্যায় শিশুটি হাসপাতাল থেকে চুরি হয়ে যায়।

এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। শিশুটির উদ্ধারে তৎপরতা শুরু করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, ‘চুরি যাওয়ার পর আমরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। শিশুটির উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছি।’

এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, ‘চুরি হওয়া শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।’

  • আবু সালেহ/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাসপাতাল শিশু চুরি সড়ক অবরোধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর