Logo

সারাদেশ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৪:১৩

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের নতুন বাজার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের পাশে ডাকাতিয়া নদীর ঘাট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের বস্তায় থাকা এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলার তালিকাভুক্ত বহু মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

আলআমিন ভূঁইয়া/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর