Logo

সারাদেশ

চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৪:৪২

চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার

সাতক্ষীরায় সীমান্তবর্তী তলুইগাছা এলাকায় উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ থেকে বাইসাইকেল চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি। সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে এ মব ভায়োলেন্সের ঘটনা ঘটে।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান,  গতকাল রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মো. কামরুল ইসলামের বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয় এবং বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বিজিবি নিজেদের হেফাজতে নেয়।

তিনি বলেন, ঘটনাস্থলে জনতা উত্তেজিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে নিকটবর্তী বিওপি থেকে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়। পরে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ব্যক্তিকে নিরাপদে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি পিটুনি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর