Logo

সারাদেশ

ভাঙ্গায় সম্পত্তি নিয়ে বিরোধ : পাল্টাপাল্টি অভিযোগ ও সংবাদ সম্মেল

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৪:৫৫

ভাঙ্গায় সম্পত্তি নিয়ে বিরোধ : পাল্টাপাল্টি অভিযোগ ও সংবাদ সম্মেল

ফরিদপুরের ভাঙ্গায় পৈত্রিক সম্পত্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ভাঙ্গা পৌর সদরের মধ্য হাসামদিয়া এলাকায় এক পক্ষের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে লিখিত বক্তব্য দেন মো. ফারদিন হাওলাদার।

ফারদিন হাওলাদার অভিযোগ করেন, ফেসবুকে তার পরিবারের মালিকানাধীন সম্পত্তি নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হয়েছে। তিনি জানান, তার দাদা হারুন-অর-রশীদ হাওলাদার ১৯৭৯ সালে এই জমি ক্রয় করেন এবং ১৯৮০ সালে তার দাদি ফাতেমা বেগমের নামে হেবা দলিল করেন। পরবর্তীতে বি.এস রেকর্ড মূলে তিনি সেই জমি হেমায়েত হোসেন হাওলাদার, বাবুল আহম্মেদ, বেলায়েত হোসেন হাওলাদার, এনায়েত হোসেনের নামে দলিল করে দেন। পরে আমার চাচা বেলায়েত হোসেন গং পৌরসভা থেকে বিল্ডিংয়ের কোড প্ল্যান পাস করে ছয়তলা ফাউন্ডেশন করে তিনতলা ভবন নির্মাণ করেন। এই জমি নিয়ে একটি মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

তবে, ফারদিনের দাবি অনুযায়ী, সম্প্রতি তারেক আহমেদ লিংকন নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, তারেক আহমেদ লিংকন আমাদের এবং স্বেচ্ছাসেবক দলের ভাঙ্গা উপজেলা শাখার সদস্য সচিব সজীব মাতুব্বরের বিরুদ্ধে সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ তুলেছেন, যা আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে।

অন্যদিকে, গত শনিবার (৮ মার্চ) ঢাকার শান্তিনগর এলাকার বাসিন্দা তারেক আহমেদ লিংকন ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তার পৈত্রিক বাড়ি জোরপূর্বক দখল করা হয়েছে এবং সজীব মাতুব্বরের নেতৃত্বে তার বাড়ি ভাঙচুর ও মালামাল লুট করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দল নেতা সজীব মাতুব্বর রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেলায়েত গংদের মাধ্যমে তার বাড়ির দখল বুঝিয়ে দিয়েছেন। 


এরপর রোববার (৯ মার্চ) পাল্টা সংবাদ সম্মেলন করেন সজীব মাতুব্বর। তিনি দাবি করেন, তারেক আহমেদ রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সজীব মাতুব্বর বলেন, তারেক লিংকন ফেসবুকে আমার ছবি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। তিনি দাবি করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল করেছি। অথচ বেলায়েত গংদের সঙ্গে আমার কোনো রাজনৈতিক বা পারিবারিক সম্পর্ক নেই।

তিনি আরও অভিযোগ করেন, ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ক্ষমতার অপব্যবহার করে তারেক আহমেদ লিংকন বিভিন্ন নিরীহ মানুষের সম্পত্তি দখল করেছিলেন। ‘এখন তিনি নিজেই ভুক্তভোগী সেজে মিথ্যাচার করছেন। তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি’, বলেন সজীব মাতুব্বর।

এদিকে, বিরোধপূর্ণ বাড়ি ‘হাওলাদার টাওয়ার’-এর ভাড়াটিয়া চৌধুরী ওয়াহিদুজ্জামান জানান, তিনি দ্বিতীয় তলায় ভাড়া থাকেন এবং বেলায়েত হোসেনের কাছ থেকে চুক্তিপত্র অনুযায়ী বাড়ি ভাড়া নিয়েছেন। তিনি তার ভাড়ার কাগজপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।

বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্টরা এ ব্যাপারে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

মোসলেউদ্দিন (ইমরান)/বিকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফরিদপুর ভাঙ্গা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর