Logo

সারাদেশ

নিজ শহরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মহিলা ফুটবল দলের অধিনায়ক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২০:১৬

নিজ শহরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মহিলা ফুটবল দলের অধিনায়ক

আপন শহর সাতক্ষীরায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। বুধবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে সাতক্ষীরা পৌঁছালে শহরের তুফান কোম্পানির মোড়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন ও ক্রীড়া ব্যক্তিত্বরা।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, সাবেক কার্যনিবাহী সদস্য শিমুন সামস, এরিয়ান্স ক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ, ফুটবলার রেজাউল ইসলাম খোকন, শেখ রবিউল ইসলাম সুমন প্রমুখ।

এ ছাড়া শহরের সুলতানপুরে নিজ বাড়িতে প্রতিবেশীদের ফুলেল শুভেচ্ছায়ও সিক্ত হন তিনি।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাতক্ষীরায়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর