Logo

সারাদেশ

এক রাতেই সুনামগঞ্জ শহরের ৩ দোকানে চুরি

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৯:২৮

এক রাতেই সুনামগঞ্জ শহরের ৩ দোকানে চুরি

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের বিপরীতে তিনটি শোরুমে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে চোরেরা শোরুমের তালা ভেঙে নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

এছাড়াও একটি মুদির দোকানে চুরির চেষ্টা করলেও, মানুষের উপস্থিতি টের পাওয়ায় চোরেরা কিছু নিতে পারেনি।

চুরির শিকার হওয়া শোরুমগুলো হলো- লার্ক ফ্যাশন সুনামগঞ্জ শাখা, ইনটেন্স ফ্যাশন, টেস্টি ট্রিট এবং চুরির চেষ্টা করা হয়েছে আনিশা মুদি দোকানে।

লার্ক আউটলেটের কর্মরত মো. তালহা জানান, ‘গতকাল শোরুম বন্ধ করার আগে সারাদিনের সেলস ও আগের দিনের কিছু মিলে প্রায় ২ লাখ টাকা ক্যাশে রাখা ছিল। সকালে খবর পাই দোকানের গ্লাস ও সাঁটারের তালা ভাঙা। এসে দেখি একটি ল্যাপটপ, শোরুমের একটি মোবাইল ফোন ও ক্যাশের ২ লাখ টাকা চুরি হয়েছে।

টেস্টি ট্রিটের কর্মরত শুভ্র দাস বলেন, ‘আমরা রাত সাড়ে ১১টায় দোকান বন্ধ করি। সকাল সাতটায় এসে দেখি সাঁটারের দুটি তালা ভাঙা। ক্যাশের টাকা ও কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস চুরি হয়েছে। চোরেরা আনুমানিক ১৫ হাজার টাকা ক্ষতি করেছে।’

ইন্টেন্স ফ্যাশন হাউজের ম্যানেজার বলেন, ‘সকালে এসে দেখি দোকানের সামনে সাঁটারের তালা ভাঙা। ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোর।’

আনিশা মুদি দোকানের মালিক বলেন, ‘চারটি তালা ভেঙে চুরির চেষ্টা করা হয়েছে, তবে মানুষের উপস্থিতি টের পাওয়ায় চোরেরা কিছু চুরি করতে পারেনি।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শুরু হয়েছে, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং চুরির সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

আব্দুল হালিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর