ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২১:৪৩
ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগরপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) কঞ্চিপাড়া ইউনিয়নের আয়োজনে শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হোসেনপুর গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও ভারতের নাগরপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে শ্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। পাশাপাশি ভারতের মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ প্রয়োজন।
বিক্ষোভ মিছিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাধারণ জনগণ অংশ নেন।
এমএইচএস

