Logo

সারাদেশ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৬:২২

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রতিকী ছবি

নরসিংদীতে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী রেলস্টেশনসংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। স্টেশন পার হওয়ার প্রায় ৫০ মিটার পর ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার হাত, পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ছুটে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।’

সুমন রায়/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর