Logo

সারাদেশ

সাবেক ডিএমপি কমিশনারের দখল করা জমি ফিরে পেল মুক্তিযোদ্ধা পরিবার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২০:৫৭

সাবেক ডিএমপি কমিশনারের দখল করা জমি ফিরে পেল মুক্তিযোদ্ধা পরিবার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ দখলে নেওয়া জমি উদ্ধার করে প্রকৃত মালিক মুক্তিযোদ্ধা পরিবারের কাছে হস্তান্তর করেছেন আদালত।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর বাজারে পাকা রাস্তার পাশে ১৫ শতাংশ জমি সরকারি জরিপকারক দিয়ে মেপে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। জেলা জজ আদালতের জারিকারক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা দীর্ঘদিন চলমান ছিল। সবশেষ আদালত ওই মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে রায় দেন। পরে আমরা অবৈধ দখলদারদের নোটিস করি। কিন্তু তাদের কোনো সাড়া না পেয়ে আজ এলাকাবাসী নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে জমিটি প্রকৃত মালিককে বুঝিয়ে দিই।

স্থানীয়দের ভাষ্য, আছাদুজ্জামান মিয়া যখন ডিএমপি কমিশনার ছিলেন, তখন থেকেই তার এলাকায় বিভিন্ন মানুষের জমি অবৈধভাবে দখল শুরু করেন। তবে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হওয়ায় প্রভাবশালী এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেত না।

জমির মালিক বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদের ছেলে এসএম রেজওয়ান বলেন, ‘১৯৯৭ সালে স্থানীয় মোসলেম গংদের কাছ থেকে ১৫ শতক জমি কিনি। ২০১৬ সালে সে সময়ের ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রভাব খাটিয়ে আলফাডাঙ্গা থানায় আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে রাতারাতি ওই জায়গায় মার্কেট নির্মাণ করেন।’

আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট হওয়ায় আছাদুজ্জামানের অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি জানিয়ে তিনি বলেন, ‘৫ অগাস্টে এসব জুলুমবাজ অপশক্তির পতন হলে দীর্ঘ ৯ বছর পর আদালত অবৈধ দখলমুক্ত করে আজ ঢাক-ঢোল বাজিয়ে আমাদের জমি আমাদের কাছে হস্তান্তর করেছেন।’

এর আগে ওই জমিতে আছাদুজ্জামান মিয়ার তৈরি অবৈধ মার্কেট এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় এলাকাবাসী। জমিটি দখলমুক্ত হওয়ায় স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর