Logo

সারাদেশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৪৫

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকার পর অবশেষে শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে ওই সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। বন্ধ শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী ও শ্রমিকেদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৮ মার্চ শুক্রবার থেকে ৪ এপ্রিল শুক্রবার পর্যন্ত টানা ৮দিন এ স্থলবন্দর দিয়ে উভয় দেশের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়। বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠি দিয়ে জানানো হয়। বন্ধ শেষে সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।  

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে এ স্থল বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৮ দিন বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য সময়ের মতো স্বাভাবিক ছিল। বন্ধ শেষে সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।  

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন বরফায়িত মাছ, সিমেন্ট, ভোজ্যতেল, প্লাস্টিক, তুলা ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

মফিকুল/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর