Logo

সারাদেশ

ভাঙ্গায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১৮:৫৯

ভাঙ্গায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় ঈদের পর ভাঙ্গা-ঢাকা সড়কে প্রায় দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। ঈদের পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের চাপ বাড়ায় অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে। যার ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভাঙ্গায় পরিবহন কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

যাত্রীরা অভিযোগ করেন, ভাঙ্গা থেকে ঢাকার যাত্রাবাড়ী ও গুলিস্তানের ভাড়া ২৫০ টাকা হলেও তাদের কাছ থেকে ৪ থেকে ৫শ’ টাকা আদায় করা হচ্ছে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করলে তাদের সঙ্গে দূর্ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, ‘যাত্রীদের হয়রানি বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বাস কাউন্টারগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সে জন্য সার্বিক তদারকি চালানো হচ্ছে।’

ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে পরিবহন কাউন্টারগুলোতে স্বাভাবিক ভাড়া নেওয়া শুরু হয়েছে। প্রশাসনের অভিযানের পর যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন।

মোসলেউদ্দিন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর