Logo

সারাদেশ

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৪:০৫

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাইবোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (০৬ এপ্রিল) সকালে উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছেন। নিহত অন্য দুইজন হলেন মান্নান (৩৪) ও তার বোন শাহিনা (২৭)। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন। নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। হামলার পর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাদের মৃত্যু হয়।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, আমরা জমি সংক্রান্ত বিরোধের কথা শুনেছি এবং নিহতদের বিষয়ে তথ্য পেয়েছি। আমাদের পুলিশ ফোর্স সেখানে গিয়ে পুরো ঘটনা বিস্তারিত জানাবে।

এছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল মামুন এক পক্ষের সদস্য, অন্য পক্ষের সদস্যরা হলেন মান্নান ও তার বোন শাহিনা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর